সিলেটে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ১২ জুন ২০১৭, ১৪:৩৯

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

সিলেটের বিয়ানীবাজারে মসজিদের বাতি জ্বালানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

রবিবার রাতে উপজেলার পাতন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।

নিহত মুহিদুর রহমান মিন্টু পাতন গ্রামের ছওয়াব আলীর ছেলে।

ওসি জানান, রাত ১১ টার দিকে মসজিদের বাতি জ্বালানো নিয়ে পাতন গ্রামের রেজা আহমদ ও নোমান মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় রেজার ভাই মিন্টু প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত আটজন। তাদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ দেয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/জেডএ)