টস জিতে বোলিংয়ে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৫:০৮

হারলে বিদায় আর জিতলে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০টায়। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।

নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৮৬ রানে হারে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে লড়াইয়ে টিকে থাকে লঙ্কানরা। আর ভারতের কাছের হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকাকে পরাজিত করে পাকিস্তান।

পরিসংখ্যান এগিয়ে রাখছে পাকিস্তানকে। মোট ১৪৭ বারের দেখায় ৮৪ বারই জয় পেয়েছে পাকিরা। যেখানে শ্রীলঙ্কার জয় ৫৮ বার। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে দু’দল মুখোমুখি হয় তিন বার। যেখানে লঙ্কানদের একটি জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে দু`টি ম্যাচে।

নিয়ম অনুযায়ী সেমিতে ‘বি’ গ্রুপের নাম্বার ওয়ান দল মোকাবেলা করবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানের দলকে। ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ফলে ১৫ জুন সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কোহলিরা। অপরদিকে সাউথ আফ্রিকার বিদায়ে ইংল্যান্ডের বিপক্ষে সেমি খেলবে আজকের ম্যাচের জয়ী দল।

শ্রীলঙ্কা একাদশ:

নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ:

আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলি, জুনাইদ খান।

(ঢাকাটাইমস/১২জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :