শ্বশুরবাড়ির জামা নিয়ে স্ত্রীকে গলাটিপে হত্যা
কুমিল্লায় এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার স্বপ্না এই গ্রামের আবুল কাশেমের মেয়ে।
নিহত স্বপ্নার মা আয়েশা বেগম অভিযোগ করেন, গত জানুয়ারি মাসে সদর দক্ষিণ উপজেলার বড়তুলা পশ্চিমপাড়ার মো. শামছুল হকের ছেলে মনির হোসেনের (২৫) সঙ্গে স্বপ্নার (১৮) বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ এক লাখ টাকা দেয়া হয়। এরপরও প্রতিনিয়ত মনির হোসেন স্বপ্নার সাথে অসদাচরণ করতেন।
২০ দিন আগে স্বপ্না বেড়াতে বাবার বাড়িতে আসেন। গতকাল রবিবার সন্ধ্যায় মনির তার স্ত্রী স্বপ্নাকে নিতে শ্বশুর বাড়িতে আসেন। এর আগেই স্বপ্নার মা জামাতার জন্য ঈদের নতুন জামা কিনে রাখেন। শাশুড়ির কিনে রাখা নতুন জামা পছন্দ হয়নি মনিরের। বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে মনির স্বপ্নাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল জানান, লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার সঠিক কারণ জানা যাবে।
(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন