আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৮:৪১
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চানাচুর করাখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহমত উল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রহমত উল্লার বাবা মকবুল হোসেন জানান, উপজেলার ব্রাহ্মন্দী‏ ইউনিয়নের ব্রাহ্মন্দী‏ এলাকায় ওছমান ফুড প্রডাক্ট চানাচুর কারখানায় কাজ করে তার ছেলে রহমত। ফ্যাক্টরির লোহার গেট দিয়ে বের হওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মকবুল হোসেনের অভিযোগ, ওই ফ্যাক্টরিতে অর্ধশতাধিক শিশু শ্রমিক কাজ করে। ফ্যাক্টরি থেকে তারা যেন পালাতে না পারে, সেজন্য ফ্যাক্টরির দরজা ও গেটে বিদ্যুৎ দিয়ে রাখে মালিকপক্ষ। আর ওই গেট দিয়ে বের হওয়ার সময়ই বিদ্যুতায়িত হয়ে নিহত হয় তার ছেলে।

তবে ফ্যাক্টরির মালিক ওছমান আলী গেটে বিদ্যুৎ দিয়ে রাখার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি সত্য নয়। ভুলবশত পায়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা