সাগরে ট্রলার ডুবি, উদ্ধার ১৬, নিখোঁজ সাত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৯:৪৮
ফাইল ছবি

রবিবার রাত ৮ টার দিকে শুরু হওয়া প্রচ- ঝড়ো হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে অন্তত চারটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, চকরিয়া নিবাসী জসিম উদ্দীনের এফবি মায়ের দোয়ার ১৬ জন মাঝিমাল্লা উদ্ধার করা হলেও দুই জনের খোঁজ মেলেনি। অন্য তিনটি বোটের আরো পাঁচ জনের হদিস পাওয়া যাচ্ছে না।

সোমবার ভোররাতে সাগরের কক্সবাজার উপকূলের লাবণী পয়েন্টে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবিতে ট্রলারের মাঝি বেলাল উদ্দিন ও তার সহযোগী জেলে লেমন রাখাইন নিখোঁজ হন। এই ঘটনায় ভাসমান অবস্থায় আরো ১৬ জেলেকে উদ্ধার করা হয়।

জেলেদের উদ্ধৃতি দিয়ে ট্রলারটির মালিক জসিম উদ্দিন জানান, আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে কক্সবাজার উপকূলের লাবনী পয়েন্ট চ্যানেলের গভীর সমূদ্রে বোটটির তলা ফেটে যায়। এ সময় দুই জন তলিয়ে যায়। বাকি ১৬ জেলে বোটের ভাঙা অংশ ধরে সাগরে ভাসতে থাকে। পরে তারা ডায়বেটিকস পয়েন্ট ভিড়ে যায়। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, রবি দাস, মাখন দাস, বিশ্বজিত দাস, লক্ষীপদ দাস, ফিরুরা দাস, নেপাল দাস, চরন দাস, সুদীর দাস, তুফান দাসসহ আরও সাতজন। তারা সবাই চকরিয়ার পহরচাঁদার বাসিন্দা।

কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, ইতোমধ্যে ১৬ জেলে কূলে ফিরে এসেছে। বাকি দুইজনকে উদ্ধারে নৌ-বাহিনী ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :