বান্দরবানে পাহাড় ধসে নিহত ৪

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ০৮:৪৭| আপডেট : ১৩ জুন ২০১৭, ১০:৫০
অ- অ+
ফাইল ছবি

প্রবল বষর্ণে বান্দরবানে পাহাড় ধসের পৃথক তিনটি ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে জেলার প্রায় ২৫টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। বন্যার কারণে লক্ষাধিক মানুষ পানিবন্দি।

পাহাড় ধসে সোমবার রাত ৩টায় লেমুঝিরি ভিতর পাড়ায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো- সুমন বড়ুয়ার সন্তান শুভ বড়ুয়া, মিতু বড়ুয়া, লতা বড়ুয়া।

কালাঘাটা এলাকায় রেভা ত্রিপুরা নামে বান্দরবান সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন। ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর চারটায় মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।

এ ছাড়াও লেমুঝিরি আগা পাড়ায় পাহাড় ধসে মা-মেয়ে নিখোঁজ রয়েছে। তারা হলেন কামরুন নাহার ও সুকিয়া আক্তার। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পারিচালক স্বপন কুমার ঘোষ জানান, পাহাড় ধসে এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রবল বর্ষণের কারণে উদ্ধার তৎপরতা চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। মাটির নীচে চাপা পড়া মা ও মেয়েকে উদ্ধারে চেষ্টা চলছে।

পাহাড় ধস ও সড়কের উপর বন্যার পানি জমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
সুন্দরবনে জেলের জালে বিশাল জাবা ভোলা, ৩ লাখে বিক্রি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা