চট্টগ্রামে পাহাড় ধসে শিশুসহ নিহত ৪

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১১:১৩| আপডেট : ১৩ জুন ২০১৭, ১১:৩৭
অ- অ+

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড় ধসে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। ভারী বর্ষণে সোমবার রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাহাড়ের নীচে আসগর আলীর কাঁচা ঘরের ওপর মাটি ধসে পড়ে। এ ঘটনায় আজগর আলীর শিশু মেয়ে মাহিয়া মাটির নিচে চাপা পড়ে মারা যায়।

ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ইউছুপ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া ছনবুনিয়া উপজাতিপাড়ায় একটি ঘরের ওপর পাহাড় ধসে একই পরিবারের দুই শিশু ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এরা হলো- কেউচা কেয়াং, মেমাউ কেয়াং এবং গৃহবধূ মোকাইং কেয়াং। এ ঘটনায় ওই পরিবারের সানুউ কেয়াং ও বেলাউ কেয়াং নামের আরো দুজন আহত হয়েছেন।

তাদের বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইউছুপ চৌধুরী।

(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্র-জনতার ওপর হামলা: আ.লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগের চেয়ে ভালোভাবে দেশ গড়তে না পারলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: আসিফ নজরুল
একযুগ পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা রিবলু
সোনার দাম ভরিতে কমল ১৭৭৩ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা