খায়রুল কবির খোকনের মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৪:৪২

নাশকতার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এতে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবকাশকালীন চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন সগির হোসেন লিয়ন।

সগির হোসেন লিয়ন সাংবাদিকদের জানান, ঢাকার বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে চারটি মামলা এবং নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিল। রাষ্ট্রপক্ষ সেই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল। তবে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন। এ জামিনের ফলে তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।

গত ৪ জুন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খোকনকে জামিন দেন।

২০১৫ সালে বিএনপির ডাকা হরতার-অবরোধে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, রমনা ও ওয়ারী থানায় মামলাগুলো দায়ের করা হয়েছিল। গত ৪ মে নাশকতার ১৪ মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান খায়রুল কবির খোকন। এর মধ্যে কয়েকটি মামলায় জামিন দিলেও বাকি কয়েকটিতে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত। কারাগারে যাওয়ার পর ঢাকা-নরসিংদীর আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

(ঢাকাটাইমস/১৩জুন/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :