আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আশ্রাফ হোসেন খন্দকার (২০) নামে এক যুবককে পুলিশে দিলেন মা। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ব্রাক্ষণবাড়িয়া কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুজ্জামান এ রায় দেন। আশ্রাফ হোসেন খন্দকার উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের বাসিন্দা হান্নান খন্দকারের ছেলে।
আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. নাজমুল হাসান শরীফ জানান, মাদকাসক্ত আশ্রাফ হোসেন কন্দকার দীর্ঘদিন যাবৎ পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অত্যাচার করে আসছিল। এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আশ্রাফের মা মমতাজ বেগম সোমবার বিকালে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার সকালে মাদকাসক্ত আশ্রাফকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করেন তার মা। পরে বেলা দুপুর ২টায় পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদশ দেন।
(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন