চারকোল ফ্যাশনের ঈদ আয়োজন
সিয়াম সাধনার মাস চলছে। আর কিছুদিন পরেই ঈদুল ফিতর। ঈদের দিন নতুন পোশাক পরে সবাই। কেনাকাটার ধুম পড়েছে। তাই ফ্যাশন হাউজগুলো নিয়ে এসেছে নতুন নতুন পোশাক। রাজধানী ঢাকার চারকোল ফ্যাশনও এভাবে প্রস্তুত হয়েছে। এখন চলছে বেচাবিক্রি।
ইতিমধ্যেই স্বকীয় উপস্থাপনায় ফ্যাশন হাউজটি ক্রেতাদের মন জয় করেছে। এবারের ঈদ বর্ষায় হওয়ায় আবহাওয়ার ব্যাপারটাও মাথায় রেখেছে এই ফ্যাশন হাউজ। সুতি পাঞ্জাবীর উপর রঙিন সুতার নকশায় কাজ করা হয়েছে। নীল আকাশি, সাদা, বাদামী, কালো রঙের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও আছে শাড়ি, সালোয়ার কামিজ, টি-শার্ট, ছোটদের টি-শার্ট জিন্স ইত্যাদি। বাসা-১১৯, রোড নং-৯/এ, শংকর, ধানমন্ডি, ঢাকা। মুঠোফোন:- 01712-521929 I facebook /charcoalbd.studio
ঢাকাটাইমস/১৩ জুন/টিএ
মন্তব্য করুন