পাহাড় ধসে প্রাণহানিতে খালেদার শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৬:২৮

পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে সেনা সদস্যসহ সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুরে এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘রাঙামাটি, বান্দরবান ও চট্রগ্রামে বিভিন্ন স্থানে পাহাড় ধসে সেনা কর্মকর্তা ও সৈনিকসহ বেশকিছু মানুষের প্রাণহানিতে দেশবাসীর মতো আমিও ব্যথিত ও শোকাহত হয়েছি। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে, ঝড়ে গাছ পড়ে এই সব মানুষের অকাল মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। পবিত্র ঈদুল ফিতর-এর প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মৃত্যু তাদের পরিবারে এক গভীর বেদনাঘন পরিবেশ সৃষ্টি করেছে। প্রাণহানিতে নিহত ব্যক্তিদের পরিবারের শোকাচ্ছন্ন সব সদস্যের সাথে আমিও সমব্যাথি।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘নিহত পরিবারের সবাই যাতে অসীম ধৈর্য সহকারে এই শোক কাটিয়ে উঠতে পারে আমি আল্লাহর কাছে সেই মোনাজাতই করছি।’

তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার ও তাদের স্বজন প্রতি সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/১৩জুন/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :