‘কাতারের নাগরিকদের মক্কায় প্রবেশে বাধা দেয়ার খবর মিথ্যা’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৮:১৩

মুসলিমদের পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম এবং মসজিদ-ই নববীতে কাতারের নাগরিকদের প্রবেশে বাধা দেয়া হয়েছে- এমন খবর অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ। তারা এই ধরনের খবরকে মিথ্যা বলে ঘোষণা দিয়েছে। খবর আরব নিউজের।

মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারসহ বিশ্বের সব দেশের হজ যাত্রীদের জন্য সেবা ও সুবিধা নিশ্চিত করতে সৌদি আরব নেতৃত্বের নির্দেশনা রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, মসজিদুল হারামে কাতারের নাগরিকদের প্রবেশে বাধা দেয়া হয়েছে- সোশ্যাল মিডিয়াতে প্রচারিত এ তথ্য মিথ্যা।

গত ৪ জুন থেকে এক হাজার ৬৩৩ জন কাতারের নাগরিক উমরাহ পালন করেছেন বলে বিবৃতিতে বলা হয়।

গতকাল সোমবার আল জাজিরা, প্রেসটিভিসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাতারের হজযাত্রীদের মসজিদুল হারামে প্রবেশ সৌদি আরব বাধা দিয়েছে বলে সংবাদ প্রকাশ করে।

(ঢাকাটাইমস/১৩জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :