চট্টগ্রামের ভোগান্তি মহেশ খাল বাঁধ অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৮:১৩| আপডেট : ১৩ জুন ২০১৭, ২০:২২
অ- অ+

চট্টগ্রাম মহানগরীর বড় একটা অংশের জলাবদ্ধতার ভোগান্তির কারণ মহেশ খালের বাঁধ অপসারণ করা হচ্ছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে সিটি করপোরেশনের এক্সেভেটর ও বেশ কিছু শ্রমিক নিয়ে বাঁধ অপসারণের কাজ শুরু হয়।

এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম খালেদ ইকবাল সেখানে উপস্থিত ছিলেন।

নগরীর বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম পথ মহেশ খালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেয়া বাঁধের কারণে চলতি মৌসুমে বর্ষণে কয়েকবার প্লাবিত হয় চট্টগ্রাম নগরী। এটি অপসারণের জন্য দাবি-দাওয়ায় কাজ না হলে আন্দোলনে নামেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

অবশেষে জনগণের দাবির মুখে বাঁধটি অপসারণ করা হচ্ছে। সে কথা জানিয়ে সিটি মেয়র জানান, বাঁধ পুরোপুরি অপসারণ করতে দুই-তিন লেগে যাবে।

জানা যায়, ২০১৫ সালের অক্টোবর মাসে নগর পরিকল্পনাবিদদের বিরোধিতা উপেক্ষা করে বন্দর রিপাবলিক ক্লাবসংলগ্ন অংশে বাঁধটি নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাঁধ নির্মাণের পর থেকেই এর বিরোধিতা করে আসছেন উজানের দক্ষিণ আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, উত্তর মধ্যম হালিশহর এবং দক্ষিণ মধ্যম হালিশহরের বাসিন্দারা।

(ঢাকাটাইমস/১৩জুন/জিএম/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ উধাও স্ত্রী
কে হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জানা যাবে আজ
দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’ নির্বাচিত ট্রাম্প
গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা