মিরপুরে ও-কোড
রাজধানীর প্রাণকেন্দ্র মিরপুরে লাইফ স্টাইলের আইকন ব্র্যান্ড ও-কোড খুলেছে তাদের ৬ষ্ঠ শোরুম। বিশ্বমানের ডিজাইন আর বাছাঁইকৃত কাপড়ের তৈরী পোশাকের সম্ভার নিয়ে এসেছে ও-কোড।
এবারের ঈদে হাল ফ্যাশনের তারুণ্য আর অভিজাত্যের সেরা ট্রেন্ড নিয়ে নারী, পুরুষ ও শিশুদের জন্য আরামদায়ক ও ক্লাসিক লুকের পোশাক এনেছে বাজারে। এই ফ্যাশন হাউজে রয়েছে ফরমাল, ক্যাজুয়েল এবং পার্টির পরার উপযোগী পোশাক। ফরমাল পোশাকের ক্যাটাগরিতে আছে নারী, পুরুষ ও শিশুদের কমপ্লিট স্যুট, র্শাট, ওয়েস্ট র্কোট, চিনো, র্স্কাট, জ্যাকেট ও পাঞ্জাবী।
প্রতিষ্ঠানটি কর্পোরেট ব্র্যান্ড জগতে আইকন হবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে ২০১৩ সালের ১আগষ্ট। পারফেক্ট লাইফ স্টাইলের জন্য সেরা কালেকশন আপনাকে দেবে ফ্যাশনের সর্বোচ্চ পরিতৃপ্তি। ক্রেতাদের ভালোবাসা আর চাহিদার কথা ভেবে ও-কোড এ রয়েছে অনলাইনে কেনাকাটার সুযোগ। এখন ঢাকায় এর পাঁচটি আউটলেট রয়েছে।
ফেসবুক: facebook.com/ocodebd ওয়েব www.ocode.com.bd
ঢাকাটাইমস/১৩জুন/এমইউ
মন্তব্য করুন