উত্ত্যক্ত করতে গাড়ি নিয়ে স্কুলে, অতঃপর জেল
জামালপুরে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই যুবককে দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ময়েন উদ্দিন খন্দকারের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো- শহরের ছনকান্দা এলাকার রফিকুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (২৩) এবং একই এলাকার ফজল আকন্দের ছেলে বাবু আকন্দ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের খুনিবটতলা গ্রাম থেকে দুইজন ছাত্রী স্থানীয় অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় আবুল কালাম আজাদ (২৩) এবং বাবু আকন্দ (২৩) একটি প্রাইভেট কারযোগে ওই ছাত্রীদের পিছু নিয়ে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে।
একপর্যায়ে তারা স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করতে করতে প্রাইভেট কারযোগেই ছাত্রীদের পিছু পিছু স্কুলের মাঠে গিয়ে পৌঁছে। ওই সময় ছাত্রীরা প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে চিৎকার শুরু করে। তখন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী প্রাইভেট কারসহ ওই দুই যুবককে আটক করে পুলিশকে জানায়। পরে ওই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ময়েন উদ্দিন খন্দকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। পরে ওই আদালতের ওই দুই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
জামালপুর সদর উপজেলার নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন