ঢাকা হবে বিশ্বের অনুকরণীয় মহানগরী: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে ঢাকা মহানগরীকে বিশ্বের মধ্যে অন্যতম বসবাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তোলা হবে। আধুনিক ঢাকা বিশ্বের বুকে অনুকরণীয় নগরী হবে। ঢাকা হবে তিলোত্তমা শহর।’
মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত দোয়া-মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে ঢাকা মহানগরীতে দুটি সিটি করপোরেশনের মাধ্যমে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। সাময়িক অসুবিধা হলেও অদূর ভবিষ্যতে নগরবাসী উন্নত জীবন ধারণের সব সুযোগ সুবিধা নিশ্চিত হবে।’ তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দক্ষ পরিচালনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। নাগরিক সুযোগ সুবিধা বেড়েছে। উত্তর সিটি করপোরেশন স্মার্ট সিটিতে পরিণত হচ্ছে।’
মোশাররফ হোসেন বলেন, ‘নগরীর উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। মন্ত্রণালয় সবসময় সিটি করপোরেশনসমূহকে সর্বাত্মক স2হযোগিতা দিয়ে যাবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে দোয়া-মাহফিল ও ইফতার অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ, আওয়ামী-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও সমগ্র ইসলাম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
(ঢাকাটাইমস/১৩জুন/এমএম/জেবি)
মন্তব্য করুন