বিকল্প ব্যবস্থা ছাড়া সেতুর কাজ শুরু, দুর্ভোগ চরমে

প্রকাশ | ১৪ জুন ২০১৭, ১৪:০৭

মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সপ্তাহ দুয়েক আগে সড়কের শালগাও এলাকায় পুরনো সেতু ভেঙে নতুন সেতুর কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে পুরোপুরি সড়ক বিভক্ত হয়ে পড়ে। হাজার হাজার মানুষের ভোগান্তি এখন চরমে।

এই সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে নবীনগরের কৃষ্ণনগর পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চালু রয়েছে। প্রতিদিন শতশত সিএনজি অটোরিকশা, অটোরিকশা ও অন্যান্য যানে হাজার হাজার মানুষ চলাচল করতেন এই সড়কে। ট্রাক-ট্রাক্টরে করে পন্য পরিবহন হতো। ব্যস্ততম এই সড়কে সেতুর অংশে চলাচলের বিকল্প কোন ব্যবস্থা না করে রোজার মধ্যে ও ঈদের আগে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে এলজিইডি।

সরেজমিনে দেখা গেছে সেতুর একপাশ থেকে বাঁশের সাঁকো দিয়ে আরেক পাশে গিয়ে গাড়ি বদলে চলাচল করছে লোকজন।

বড়াইলের জালশুকা গ্রামের ফারুক মিয়া বলেন, হঠাৎ সেতু ভেঙে  ফেলায় এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে পড়েছে।

ক্ষোভ প্রকাশ করেন আরো অনেকে। সেতুর একপাশে কিছু অংশ ভাঙা থাকলেও তা দিয়ে যানবাহন চলাচল করতে পেরেছে বলে জানান শালগাও গ্রামের লোকজন।

এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক জানান   বিষয়টি তিনি দেখছেন।

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এলএ)