মেধাবী ছাত্রীর লেখাপড়া দায়িত্ব নিলেন অভয়নগরের ইউএনও

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১৫:২৯
অ- অ+

এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শারমীন। বাবা সংসার ছেড়ে অনত্র বিয়ে করেছেন অনেক বছর আগে। ফলে মেয়ের ভালো ফলের খবর দিনমজুর মায়ের কপালে। অভাবের সংসারে খেয়ে-পরে বেঁচে থাকাই যেখানে দায়, সেখানে কিভাবে জোগাড় হবে মেয়ের পড়ালেখার খরচ? মেয়ের ইচ্ছা বিজ্ঞান বিভাগে পড়ে ডাক্তার হবে। তবে সে স্বপ্ন পাহাড়ের সমান বড়, আর দুর্লভ মনে হতে থাকে- শারমিন আর তার মার।

স্থানীয় একটি গণমাধ্যমে ‘অভয়নগরের শারমিন ডাক্তার হতে পারবে তো?’ শিরোনামে একটি খবরও প্রকাশিত হয়।

সেই খবরটি নজরে কাড়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনদীপ ঘরাইয়ের। নিজেই চলে যান শারমীনদের বাসায়।

শারমীন আর তার মার মুখেই শোনেন তাদের দুর্দশা আর ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা। সাথে সাথেই সিদ্ধান্তও জানিয়ে দেন- শারমিনের পড়াশোনার ব্যয়ভার বহনের দায়িত্ব নেবেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনদীপ ঘরাই জানান, অনেক জীবন সংগ্রামের মাধ্যমে এসএসসিতে ভাল ফল করেছে শারমিন। তার অগ্রযাত্রায় সহায়তা করতে পেরে অন্যরকম প্রশান্তি কাজ করছে।

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা