আশুগঞ্জে বিদ্যুতের আরো একটি ইউনিট উৎপাদনে
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াটের একটি ইউনিট থেকে ব্যাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। প্রায় পাঁচ মাসে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়া এই ইউনিট থেকে গত রবিবার থেকে ব্যাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে আরো চারশ মেগাওয়াট বিদ্যুৎ। আর এটি চালুর মধ্যদিয়ে ওই বিদ্যুকেন্দ্রের উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজার মেগওয়াটের উপরে।
সূত্র জানায়, ২০১৪ সালের এপ্রিল মাসে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (নর্থ) ইউনিটের নির্মাণকাজ শুরু হয়। নিজস্ব আড়াইশ কোটি টাকাসহ এডিবি ও আইডিবির ঋণ সহায়তায় এই ইউনিটের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় দুই হাজার ছয়শ কোটি টাকা ।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, ওই ইউনিট থেকে চারশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ কেন্দ্র থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এখন আরো একটি চারশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন