মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার
মালয়েশিয়ার কেদাহ প্রদেশে আজাদ (৩৮) নামে এক বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানায়, আজাদকে কয়েক টুকরো করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত রাতে সুঙ্গাই পেতানির কাম্পুং লেবাইমানের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কেদাহ পুলিশ প্রধান আসরি ইউসুফ বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে ভুক্তভোগীর বান্ধবী স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করলে ওই বাড়ির রান্নাঘর থেকে আজাদের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিহত আজাদের বাবার নাম মফিয়ান উদ্দিন। আজাদের খণ্ডিত লাশ তিনটি প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা হয়েছিল।
এ ঘটনায় নিহতের বাংলাদেশি দুই রুমমেট মো. জুলফিকার ও নূরকে খুঁজছে পুলিশ। জুলফিকার খাবারের দোকানে এবং নূর ফ্যাক্টরি শ্রমিক বলে জানা গেছে।
পলাতক দুইজনকে ধরতে সাধারণ জনগণের সহায়তা চাওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ প্রধান আসরি ইউসুফ। এ দুজন আটক হলে ঘটনার মূল রহস্য জানা যাবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন