যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের শীর্ষ নেতা গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুন ২০১৭, ২০:৪২ | প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ২০:২৪

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেসবল খেলার সময় ক্ষমতাসীন রিপাবলিকান দলের শীর্য পর্যায়ের এক নেতা এবং তার এক সহযোগীসহ গুলিবিদ্ধ হয়েছেন। একজন কংগ্রেসম্যানের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিএনএন।

স্থানীয় সময় বুধবার সকালে এই হামলা চালানো হয়। ওয়াশিংটন ডিসির শহরতলী অ্যালেক্সান্দ্রিয়ার পুলিশ বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে এবং জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

আলবামা অঙ্গরাজ্যের রিপ্রেজেন্টেটিভ মো ব্রুকস সিএনএনকে বলেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ স্টিভ স্কেলিসের নিতম্বে গুলি লেগেছে। তাছাড়া ক্যাপিটল হিলের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।বন্দুকধারী খুব সম্ভবত একজন শ্বেতাঙ্গ পুরুষ। এক মুহূর্তের জন্য তিনি তাকে দেখেছেন বলে জানান।

ব্রুকস বলেন, বন্দুকধারীর রাইফেল থেকে ১০-২০ রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন তিনি। এরপর নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি ছোড়ে।

ভার্জিনিয়ার ওই বেসবল ফিল্ডে এ ঘটনার সময় টীমের ২০-২৫ জন সদস্য প্র্যাকটিস করছিল।

টেক্সাসের রিপ্রেজেন্টেটিভ ও বেসবল দলের কোচ রোজার উইলিয়ামস এক বিবৃতিতে জানান, তাদের একজন কর্মকর্তা এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আর কোনো কর্মকর্তার আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এটি ‘ইচ্ছাকৃত হামলা’ বলে উভয় রিপ্রেজেন্টেটিভ জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/১৪জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :