খুলনায় গুলিতে আ.লীগ নেতা নিহত
খুলনার হরিনটানায় অস্ত্রধারীদের গুলিতে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহাদাৎ মোল্লা (৬০) নিহত হয়েছেন। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার রাত আটটার দিকে হরিনটনা থানাধীন রায়েরমহল মোস্তর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোস্তফা (৩৬), লিয়াকত(৫৫), রুবেল (৩৫), বুলবুল (২৭) ও আজম (২৬)।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে খুলনার হরিনটানা থানাধীন রায়েরমহল মোস্তরমোড় এলাকায় কিছু সন্ত্রাসী শাহাদাৎ মোল্লাসহ কয়েকজনকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। এতে ছয়জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে শাহাদাৎ মোল্লা (৬০) মারা যান।হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
(ঢাকাটাইমস/১৪জুন/ব্যুরো প্রধান/ ইএস)
মন্তব্য করুন