মাইলফলকের সামনে চারজন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০১৭, ১১:৫৬ | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১০:৫৭
ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিকাল ৩.৩০টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ১। এই ম্যাচে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের চার তরাকা ক্রিকেটার।

সাকিব আল হাসান

একদিনে ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলকের সামনে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে ওয়ানডেতে সাকিবের রান ৪৯৬৮। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ রেকর্ড ছুঁতে হলে সাকিবকে করতে হবে ৩২ রান।

ক্রিকেট বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০+ রান ও ২০০+ উইকেট নেওয়ার কীর্তি গড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। এই রেকর্ডে নাম আছে সনাৎ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাকের। আজ ৩২ রান হলেই একই ঘরে ঢুকবেন সাকিব।

মোস্তাফিজুর রহমান

২১ ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানের উইকেট এখন ৪৪টি। আজ ৬ উইকেট পেলে উইকেটের হাফ-সেঞ্চুরি পূর্ণ করবেন ফিজ। পাশাপাশি দ্রুততম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন মোস্তাফিজ।

মুশফিকুর রহিম

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা ১৭৬ ওয়ানডেতে অংশ নিয়েছেন। ১৭৫ ওয়ানডে নিয়ে দ্বিতীয় স্থানে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম। আজকের ম্যাচ দিয়ে আশরাফুলকে টপকে তৃতীয় সর্বাধিক ওয়ানডে খেলার গৌরব অর্জন করবেন মুশি।

মাহমুদউল্লাহ রিয়াদ

আর মাত্র ২টি ক্যাচ নিলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০ ক্যাচের মাইলফলক স্পর্শ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৪ ক্যাচ নিয়ে সবার উপরে আছেন মাশরাফি বিন মুর্তজা।

(ঢাকাটাইমস/১৫জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :