মুশফিকের মধুর প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০১৭, ১৩:৫২ | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১৩:৩৫

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠার দৌড়ে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় বিকাল ৩.৩০টায় শুর হবে ম্যাচটি। আজকের ম্যাচে বেশ কয়েকজন টাইগার তারকা থাকবেন লাইমলাইটে। তার মধ্যে অন্যতম মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান মুশির। মূলত মুশফিকের মধুর প্রতিপক্ষ ভারত।

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিক। ঝুলিতে পুরেছেন ৫১৭ রান। সর্বোচ্চ ইনিংস ১১৭ রানের। ব্যাটিং গড় ৩৬.৯২। রয়েছে এক শতক আর ২টি অর্ধশতক। মুশফিকের পরেই আছেন তামিম ইকবাল। ভারতের বিপক্ষে ১৭ ম্যাচে ৫০৪ রান করেছেন তামিম। রয়েছে ৬টা অর্ধশতক। তিনে আছেন সাকিব আল হাসান। কোহলিদের বিপক্ষে ১৫ ম্যাচে করেছেন ৪৯৩ রান। রয়েছে ৭টি অর্ধশতক। বল হাতে ১৫ ম্যাচে শিকার করেছেন ১৭টি উইকেট।

প্রসঙ্গত, ২২ গজের এক উজ্জ্বল নক্ষত্র মুশফিক। ২০০৫ সালে ইংল্যান্ড সফরে হাতে ওঠে জাতীয় দলের টিকিট। যেটা ছিল ইংলিশদের মাটিতে বাংলাদেশের প্রথম সফর। অচেনা মাঠ আর পরিবেশের সঙ্গে দ্রুতই মানিয়ে নেন মুশফিক। পরপর দুই প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করেন তিনি। প্রথমটা ৬৩ আর দ্বিতীয় ম্যাচ খেলেন অপরাজিত ১১৫ রানের ঝকঝকে ইনিংস।

অবশ্য শুরুর দিকে তাকে উইকেটরক্ষকই ভাবা হত। পরে ক্রমান্বয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে নিজেকে ব্যাটসম্যান হিসেবেও যোগ্য করে তোলেন মুশফিক। অদ্যবধি দেশের জার্সিতে ১৭৫টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৪৩৩৭ রান। রয়েছে ৪টি শতক আর ২৫টি অর্ধশতক।

(ঢাকাটাইমস/১৫জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

বাংলাদেশে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, দলে দুই নতুন মুখ

আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

২০২৬ বিশ্বকাপ খেলবেন কি মেসি, যা জানালেন আর্জেন্টিনার কোচ

মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচের প্রশংসায় অ্যাডাম গিলক্রিস্ট

ক্যাচ ধরতে গিয়ে প্যান্ট খুলে গেল রোহিত শর্মার! ভিডিও ভাইরাল

এই বিভাগের সব খবর

শিরোনাম :