সিলেটে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১৫:৫৩
অ- অ+
ফাইল ছবি

সিলেটের ওসমানীনগরে গরুর ঘাস কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সহিদ উল্লাহ।

তিনি জানান, সকালে পাশের রুনিয়ার হাওরে গরুর ঘাস কাটতে যান ছোরাব। এসময় ঘাস কাটা নিয়ে পাশের বাড়ির ফারুক আলী ও সেবুল আহমদের সাথে কথা কাটাকাটি হয় ছোরাবের। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছোরাব আলী মারাত্মক জখম হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামলায় ছোরাব খাঁর দুই ছেলে জগলু ও শিবলু আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, ছোরাবের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১৫জুন/এমআর/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দেশবাসী জামায়াতে ইসলামীর শাসন দেখতে চায়’
স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি: গোলাম পরওয়ার
আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 
আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য সাতটি নতুন বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা