খুশি থাকেন, দোয়া করবেন: সাংবাদিকদের খালেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০১৭, ২০:১৪ | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ১৬:১১

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যান্য দিন মামলা দুটিতে হাজিরা দিতে আদালতে গেলে কয়েক ঘণ্টা ধরে চলে মামলার কার্যক্রম। কিন্তু আজকে আদালতের কার্যক্রম প্রায় আধা ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

অন্যান্য দিন আদালতে প্রবেশ এবং বের হওয়ার সময় খালেদা জিয়ার ভালো ছবির জন্য গণমাধ্যমের ফটোগ্রাফারদের বেশ বেগ পেতে হয়। কারণ এই সময় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছাড়াও আইনজীবীরা তাকে ঘিরে থাকেন। ব্যতিক্রম হয়নি আজকের দিনও। যে কারণে বেলা পৌনে ১২টার দিকে বিএনপি প্রধান যখন আদালতে প্রবেশ করেন তখন অনেকেই ভালো করে ছবি তুলতে পারেননি।

তাই সবার অপেক্ষা ছিলো, আদালত শেষে বের হওয়ার সময় তার ভালো ছবি তুলবেন। কিন্তু বেলা সোয়া ১২টার দিকে খালেদা জিয়া যখন বের হয়ে গাড়িতে উঠবেন তখন ফটোগ্রাফারদের মধ্যে তাড়াহুড়া ছিলো বেশি। কারণ নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুতই গাড়ির ভেতরে নেয়ার চেষ্টায় ছিলেন।

এবারও মিস হতে পারে এই আশঙ্কায় কয়েকজন ফটোগ্রাফার বেগম খালেদা জিয়াকে হাত নেড়ে অপেক্ষা করার অনুরোধ করেন। অনুরোধে সারা দিয়ে গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে ফটোগ্রাফারদের ছবি নেয়ার সুযোগ করে দেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘হাত তো সবসময়ই দেখাচ্ছি। আপনারাও খুশি থাকেন। আমার জন্য দোয়া করবেন।’

তার এমন কথায় উপস্থিত শীর্ষ নেতারা হেসে ওঠেন। তাদের সঙ্গে হেসে ওঠেন খালেদা জিয়াও। পরে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে গুলশানের বাসার উদ্দেশে রওনা হন তিনি। ফটোগ্রাফাররাও ভালো ছবি তুলতে পেরে তৃপ্তির হাসি দিয়ে কাজ শেষ করেন।

ঢাকাটাইমস/১৫জুন/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

নৈরাজ্য চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য: নুর

দেশের অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :