সুইডেনে শেখ হাসিনাকে আ.লীগের সংবর্ধনা আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে স্টকহোম রয়েছেন। বাংলাদেশের কোনো সরকার প্রধানের স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে এটি হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে পৌঁছেছেন ইউরোপ আওয়ামী লীগ নেতারা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিটি কনফারেন্স সেন্টারে সুইডেন আ:লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।
সুইডেন আলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে গণসংবর্ধনা পরিচালনা করবেন সুইডেন আ:লীগের সাধারণ সম্পাদক ডা. ফরহাদ আলী খান।
ইতোমধ্যে স্টোকহোমে পৌঁছেছেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, যুক্তরাজ্য আ:লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক জার্মান আওয়ামী লীগের একাংশের সভাপতি এ,কে,এম বশিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ।
অন্য গ্রুপের জাহিদুল ইসলাম পলকের নেতৃত্বে কয়েকজন জার্মান আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ ভুলু অন্য গ্রুপের সভাপতি শহিদুল হক, ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসীন উদ্দীন খান লিটন, একাংশের সভাপতি এম,এ,কাশেম, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, হল্যান্ড আওয়ামী লীগের একাংশের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামী লীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, অন্য গ্রুপের সভাপতি লিন্কন মোল্যা, ইতালি আ:লীগের সভাপতি ইদ্রিস ফরাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, মিলান আ:লীগ সভাপতি মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, স্পেন আওয়ামী লীগ নেতা রিজভী আলম, পর্তুগাল আ:লীগের সাবেক সভাপতি রাফিক খান, স্পেন থেকে মো. জাকির হোসেন, ফারুক আহমেদ মবিন, আখতারুজ্জামান, রাফিক খান, কাজী পারভেজ প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫জুন/ইউরোপ ব্যুরো প্রধান/এলএ)
মন্তব্য করুন