ফ্রান্সে মানিকগঞ্জ সমিতির ইফতার মাহফিল
ফ্রান্সে বসবাসরত মানিকগঞ্জ জেলা প্রবাসীদের সংগঠন মানিকগঞ্জ সমিতি ফ্রান্সের উদ্যোগে প্যারিসের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক খানের পরিচালনায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা ও ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব মৃধা, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ড. আব্দুল মালেক, আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম মিয়া, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান খান, সম্রাট জিল্লুর রহমান, রেদওয়ান জুয়েল, আলম, রাজুসহ আরো অনেকে।
এই সময় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে প্রবাসী বাংলাদেশি ছাড়াও আফ্রিকা ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এই ইফতার মাহফিল অংশ নেন।
এছাড়াও ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশ, জাতির ও সকল প্রবাসীদের কল্যাণ কামনা করে মোনাজাত করেন বাংলাদেশ কমিউনিটি ও ইসলামিক সেন্টার মসজিদের খতিব।
(ঢাকাটাইমস/১৫জুন/সিকে/এলএ)
মন্তব্য করুন