‘গ্রাহক মনে করবে টাকা বুঝি আমরা কেটে ফেলছি’

প্রকাশ | ১৫ জুন ২০১৭, ২২:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

যেহেতু আবগারি শুল্ক ব্যাংক কাটবে, তাই গ্রাহক মনে করবে ব্যাংক বুঝি টাকা কেটে রাখছে। যদিও পরে গ্রাহক জানতে পারবে এ টাকা সরকারি কোষাগারে যাচ্ছে। তবে এটা এখনও বিবেচনাধীন আছে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর হয়তো মন্তব্য করা ঠিক হবে।

বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক মতবিনিময় সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান এ কথা বলেন।

গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তাতে অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন, কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ টাকা জমা হলেই ৮০০ টাকা আবগারি শুল্ক কাটা হবে। একইভাবে এর ঊর্ধ্বসীমার বিভিন্ন ব্যাংক হিসাবেও শুল্ক আগের চেয়ে বাড়ানোর কথা বলেন তিনি।

বাজেটের এই প্রস্তাব নিয়ে সব মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবগারি শুল্ক নিয়ে সাংবাদিকদের বলেন, যেহেতু বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে, তাই এটা কমানো হতে পারে’।

মার্কেন্টাইল ব্যাংকের এমডি মসিহুর রহমান বলেন, আবগারি শুল্ক নিয়ে সকল মহলে কথা হচ্ছে। এটা নিয়ে নেগোসিয়েশনে হচ্ছে। আমার মনে হয় কর্তৃপক্ষ এটা বিবেচনায় নেবে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্পর্কে মসিহুর রহমান বলেন, ‘ব্যাংকে এখন ১৯ হাজার কোটি ঢাকা ডিপোজিট আছে। ১৭ হাজার কোটি টাকা অ্যাডভান্স, ১৩ হাজার কোটি গত বছর এক্সপোর্ট ইমপোর্ট করা হয়েছে। এছাড়া ৫০৭ কোটি এখন অপারেটিং প্রফিট। ব্যাংকটি একটি শক্ত পাটাতনের ওপর দাঁড়িয়ে আছে। আমরা গ্রাহকদের আস্থার জায়গায় আছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. কামরুল ইসলাম চৌধুরী, মতিউল হাসানসহ ব্যাংকের ‍ঊধ্বতন কর্মকর্তারা।

ঢাকাটাইমস/১৫জুন/জেআর/এমআর