সুইডেনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী শমী কায়সার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সুইডেনে গেছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে ৩৫ সদস্যের এই প্রতিনিধিদলে আছেন শমী কায়সারও, যিনি সম্প্রতি এফবিসিসিআইর পরিচালক পদে জয়লাভ করেছেন।
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেছেন। নান্দনিক অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের ভালোবাসা। সৃজনশীল কর্মযজ্ঞের মধ্য দিয়ে হয়েছেন গুণী ব্যক্তিত্ব।
শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়ে ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে অংশ নেন। ‘সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের’ প্যানেল থেকে নির্বাচন করে তিনি পরিচালক নির্বাচিত হন।
ব্যবসায়ী প্রতিনিধিদলে অন্যদের মধ্যে আছেন এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই পরিচালক খন্দকার রহুল আমিন, রাশিদুল হোসেন চৌধুরী প্রমুখ।
ঢাকাটাইমস/১৫জুন/জেআর/এমআর
মন্তব্য করুন