‘দুঃখজনক’ হারের ব্যাখ্যা দিলেন মাশরাফি

দেলোয়ার হোসেন, বার্মিংহাম, ইংল্যান্ড থেকে
| আপডেট : ১৬ জুন ২০১৭, ০৯:৩৫ | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ২৩:৪৪
আজ খেলার মাঠে মাশরাফি। ছবি: রয়টার্স

ম্যাচ হারলে মন তো একটু খারাপ হবেই। কিন্তু ভারতেরে কাছে এক পেশে হারটা একটু বেশই হয়তো মন খারাপ করে দিয়েছে মাশরাফির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন আসলেন তখন সেকথাই বলছিল মাশরাফির চোখমুখ।

ভারতের মতো দলের কাছে হার কোনো ব্যাপার না, কিন্তু যেভাবে হারতে হলো সেটাতেই হয়তো কষ্ট পাচ্ছেন মাশরাফি। সেমিফাইনাল ওঠাকে বড় ব্যাপার বললেও, যেভাবে দল খেলেছে সেটাকে দুঃখজনক বলেছেন মাশরাফি।

কেন এমন হার? ব্যাটিং আশানুরূপ হয়নি। বোলিং যাচ্ছেতাই। বড় ম্যাচের চাপটাও নিতে পারেনি দল। মাশরাফির মতে, হারের সবচেয়ে বড় কারণ পরেরটা। মানে মানসিক চাপ। জানালেন, এই লেভেলে খেলার জন্য যে ধরনের মানসিক প্রস্তুতি থাকার দরকার, সেটার বড়ই অভাব।

বললেন, ‘আমরা ২০১৫ বিশ্বকাপে নট আউট পর্বে খেলেছি। এবার খেললাম। দুটো ম্যাচে আমরা একই রকম খেলেছি। আসলে এই লেভেলে খেলার জন্য যে ধরনের মানসিক চাপ নেয়ার ক্ষমতা বা যোগ্যতা থাকতে হয় সেটা আমাদের অনেক খেলোয়াড়ের নেই। এ ম্যাচটা তাদের জন্য শিক্ষা। এই ধরনের কন্ডিশনে এবং এমন বড় ম্যাচে কীভাবে চাপ নিয়ন্ত্রণ করে খেলতে হয়, সেটা তারা শিখতে পারবে। পরবর্তীতে এখানে বা পরের বিশ্বকাপে তা কাজে লাগবে।’

মাশরাফির মতে ২৬৪ নয় রান হওয়া দরকার ছিল ৩২০- ৩৩০। বললেন, ‘আমরা ২৬৪ করেছি। কিন্তু এই রান এই উইকেটে যথেষ্ঠ ছিল না। ৩০০ বা ২৩০ রান হওয়া উচিৎ ছিল। প্রথম দশ ওভার ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন ছিল। কিন্তু আমরা সেটা কাটিয়ে ওঠেছিলাম। তামিম-মুশফিক যেভাকে খেলছিল তাতে আমরা ম্যাচেই ছিলাম। কিন্তু নিয়মিত উইকেট পড়ায় আমরা বড় স্কোর গড়তে পারিনি।’

বড় স্কোর না হওয়ায় বোলাদের ওপর চাপ পড়ে যায় বলে মনে করেন মাশরাফি। স্কোর বড় হলে অন্যকিছু হতে পারত বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘স্কোরটা বড় হলে বোলারদের ওপর চাপ কম পড়তো। তখন অন্য কিছু হতে পারত। এই উইকেটে এই রান বোলারদের ডিফেন্ড করা সহজ ছিল না। আমাদের দরকার ছিল শুরুতে কয়েক উইকেট নেয়া। কিন্তু আমরা সেটা পারিনি। আমাদের বোলাররা নির্দিষ্ট জায়গায় বল করতে পারেনি। এ ধরনের উইকেটে জায়গামত বল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সেটা পারিনি। আমরা শর্ট বল করেছি। কিন্তু সেগুলো নির্দিষ্ট জায়গায় না ফেলার মূল্য দিতে হয়েছে। রান চেক করতে পারিনি। এই ধরনের ব্যাটিং উইকেটে কীভাবে রান সেভ করাতে হয় বোলারদের শিখতে হবে। আশরা করি এই অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিবে এবং পরবর্তীতে কাজে লাগাবে।’

(ঢাকাটাইমস/১৫জুন/ডিএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :