যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার উপযুক্ত জবাব দেয়া হবে: ইরান

প্রকাশ | ১৬ জুন ২০১৭, ১৮:১২ | আপডেট: ১৬ জুন ২০১৭, ১৯:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন সিনেট নতুন বিল পাসের মাধ্যমে পরমাণু সমঝোতার লঙ্ঘন ঘটিয়েছে। এ শত্রুতামূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেয়া হবে।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য গতকাল বৃহস্পতিবার মার্কিন সিনেট প্রায় সর্বসম্মতভাবে একটি বিল পাস করেছে। এ বিল আইনে পরিণত হতে হলে রিপাবলিকান দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের অনুমোদন লাগবে। এরপর তাতে চূড়ান্তভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই লাগবে।

এ সম্পর্কে বেলায়েতি বলেন, ‘ইরানের পর্যবেক্ষণকারী সংস্থা মার্কিন সিনেটের এ পদক্ষেপ দেখছে এবং ভদ্রভাবে এর জবাব দেবে।’

‘তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সিরিয়া, ইরাক ও ইরানে অব্যাহত পরাজয় আড়াল করতে চাইছে ওয়াশিংটন।’

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৬জুন/এসআই)