কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে ধুনক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস উপজেলার ধুনট গ্রামের ফেরাজ উদ্দীনের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী জানান, শুক্রবার সকালে বৃষ্টির সময় তার নিজ বাড়ির একটি সরে যাওয়া টিন মেরামত করছিলেন ফেরদৌস।
এসময় ছেড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্বজনরা ফেরদৌসকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকাটাইমস/১৬জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন