চার খাতে সুইডেনের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশে তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য সুইডেনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার খরচ তুলনামূলকভাবে কম। কাজেই এখানে বিনিয়োগ করলে লাভবান হওয়া সহজ।
সুইডেন সফরের দ্বিতীয় দিনে শুক্রবার দেশটির রাজধানী স্টকহোল্মে বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে ‘বাণিজ্য সংলাপে’ এই আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, একসঙ্গে কাজ করে আমরা উভয় দেশের লাখ লাখ মানুষের জীবন বদলে দিতে পারি।’
তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ ওষুধ উৎপাদনেও ব্যাপক সাফল্য পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮৩টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।’
বাংলাদেশে বিনিয়োগ করলে সুইডেনের ব্যবসায়ীরা তুলনামূলকভাবে বেশি লাভবান হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বিনিয়োগ নীতিমালা সবচেয়ে উদার। ব্যবসা প্রতিষ্ঠার ক্ষেত্রে খরচ তুলনামূলক কম।’
বাংলাদেশের জাহাজভাঙা শিল্পও দ্রুত বর্ধনশীল জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সমুদ্রগামী হালকা থেকে মাঝারি আকারের বিশ্বমানের নৌযান তৈরি হচ্ছে।’
বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা, বিভিন্ন দেশকে জায়গা বরাদ্দ, হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন উন্নয়ন কর্মকাণ্ডে সুইডেনের কোম্পানিগুলোকে অংশীদার হতে পারে।
অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক জোরদারে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (স্টকহোম) এবং নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ঢাকা) মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তির দুই দেশের ব্যবসায় সহযোগিতা গভীরতর করবে বলেও আশা করেন শেখ হাসিনা।
তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার রাতে লন্ডন হয়ে স্টকহোমে আসেন শেখ হাসিনা। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সুইডেনে এটাই প্রথম সরকারি সফর। সফর শেষে স্থানীয় সময় শুক্রবার দুপুরে ঢাকার পথে স্টকহোম ছেড়েছেন প্রধানমন্ত্রী। লন্ডন হয়ে শনিবার তার দেশে পৌঁছানোর কথা।
ঢাকাটাইমস/১৬জুন/সিকে/ডব্লিউবি
মন্তব্য করুন