খাগড়াছড়িতে পরিবহনশ্রমিকদের জন্য রেশনকার্ড চালুর দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১৯:২০

সড়কে লাগামহীন চাঁদাবাজি, পথে পথে শ্রমিকদের হয়রানি ও কুমিল্লার দাউদকান্দি বড় দাগোহারহাট এলাকায় ওজন পরিমাপের নামে হয়রানির অভিযোগ এনে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে জেলা সড়ক পরিবহন সমবায় সমিতি লিমিটেড ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার দুপুরে ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশজুড়ে সড়কে লাগামহীন চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের হয়রানিতে অতিষ্ঠ হয়ে উঠেছে অসহায় পরিবহন শ্রমিকরা। যে শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ যাত্রীসহ মালামাল দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে দিচ্ছে, তারাই আজ সকলের কাছে অবহেলিত। সড়কে তারা দিনের পর দিন লাঞ্ছিত, বঞ্চিত হলেও দেখার কেউ নেই।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি চালক সমবায় সমিতির সভাপতি মনোতোষ ধর ও খাগড়াছড়ি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন কুমার সাহা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

(ঢাকাটাইমস/১৬জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :