‘আর ইন্ডিয়ার বিজয়ের অপেক্ষায় থাকব না’

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুন ২০১৭, ২২:৫৬ | প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ২২:২৬

প্রতিবেশী দেশ কিংবা শচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটারের সুবাদে ভারতীয় ক্রিকেট দলের প্রতি বাংলাদেশের দর্শকদের যে সমর্থন ও অনুরাগ, তা প্রত্যাহার করে নিচ্ছেন অনেকে। আর এর পেছনে কাজ করছে বাংলাদেশের দর্শকদের প্রতি অনেক ভারতীয়র আচরণগত সমস্যা। অনুরাগ প্রত্যাহার করে নেয়ার এই দলে রয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও। বলেছেন, ক্রিকেটে ইন্ডিয়ার বিজয়ের অপেক্ষায় থাকবেন না তিনি।

ব্রিটেনের অ্যাজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে ভারতীয় দর্শকদের অশালীন আচরণের অভিযোগ উঠেছে জোরেশোরে। বাংলাদেশি দর্শকরা বলছেন, ভারতীয় দর্শকদের আচরণ দেখে মনে হয়েছে ভারত যেন তার কোনো চিরশত্রুর সঙ্গে খেলছে ।

সেমিফাইনাল চলাকালে মাঠে দর্শক হিসেবে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে লন্ডন প্রবাসী সিদ্দিকী নাজমুল আলম। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিকভাবে আলোচনায় আসার পূর্ব পর্যন্ত ইন্ডিয়া ছিলো আমার পছন্দের সেরা দল। এমনকি এখনও বাংলাদেশ কোনো খেলা থেকে ছিটকে পড়লে ইন্ডিয়াকেই সমর্থন করি। কিন্তু আজকে খেলার মাঠে ইন্ডিয়ার সমর্থকদের আচরণটা মনে দাগ কেটেছে। আমার মনে হয়েছে ইন্ডিয়া তার চিরশত্রুর সাথে খেলছে।’

নাজমুল আরও লেখেন, ‘সবচাইতে কষ্ট পেয়েছি বাঘের একটা প্রতিকৃতির লেজ ধরে একজন টান দিয়ে নিয়ে তাচ্ছিল্য করছিল, তখন তাকে থামিয়ে দিয়েছিলাম। আরও অনেক ঘটনা বিস্তারিত কিছু বলব না। অনেকে আবার ভিন্ন ব্যাখ্যা দিবেন। এমনকি তাদের দলপতির (বিরাট কোহলি) আচরণ ভালো লাগেনি। পাকিস্তানকে জীবনে সমর্থন করিনি, করবও না। তবে হয়তো আর ইন্ডিয়ার বিজয় দেখার অপক্ষায়ও থাকব না। লাভ ইউ অনলি বাংলাদেশ ক্রিকেট দল।’

সিদ্দিকী নাজমুল আলমের ফেসবুক পোস্টে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ হাজার মানুষ তাদের সম্মতি জানিয়েছে। ক্রিকেট এবং অন্যান্য বিষয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে শত শত মন্তব্য জমা পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে পাঁচ শতাধিক।

নাজমুল ইসলাম নামের এক ছাত্রলীগ কর্মী মন্তব্যে লিখেছেন, ‘আজকে টিভিতে বসেই খেলা দেখার সময় বুঝতে পারছিলাম ইন্ডিয়ান খেলোয়াড় এবং দর্শকদের উদ্ধত আচরণের কথা, আর আপনি তো মাঠে ছিলেন ভাই, তাই বিষয়টা আপনাকে অনেক কষ্ট দেবে এটা স্বাভাবিক। ধীরে ধীরে ইন্ডিয়ার প্রতি কেন যেন ক্ষোভ বেড়ে চলছে দিন দিন।’

মোস্তফা নামের একজন মন্তব্যকারী বলেন, ‘কৌ‌টিল্য বেঁ‌চে থাক‌লে তাঁর কূট‌নী‌তি ও প্রতিবে‌শী রা‌ষ্ট্রের সাথে আচরণ বিষয়ক মতবাদ প্রত্যাহার ক‌রে নিতেন। পা‌কিস্তান, ‌নেপাল, চীন‌কে তারা যেভা‌বে দে‌খে, বাংলা‌দে‌শের সা‌থেও তারা সে রকম আচরণ শুরু করে দিয়েছে। অথচ তাদের এটা সব‌চে‌য়ে বে‌শি ভাবা উচিত ছিল যে, বহির্বিশ্বে তাদের বাংলা‌দে‌শের চে‌য়ে বড় বন্ধু নাই। আমরা বন্ধু আছি, থাক‌বে। ত‌বে একতরফা ভা‌লোবাসা বে‌শি‌ দিন টি‌কে না।’

(ঢাকাটাইমস/১৬ জুন/এসএএফ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :