মাহিকে ‘অপমান’ করলেন ভারতীয় টেকনিশিয়ান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ০৮:২৪| আপডেট : ১৮ জুন ২০১৭, ১৪:১৪
অ- অ+

লন্ডনে যৌথ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি। সেখানে তিনি ‘তুই শুধু আমার’ চলচ্চিত্রের শুটিং করছেন। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি।

সেখানে তারা ১৮ ঘণ্টা পরিশ্রম করাচ্ছেন মাহিকে দিয়ে। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা তাকে অপমান সূচক কথাও বলছেন। সেখানে তারা মাহিকে বলেন, ‘এটা কি বাংলাদেশ পেয়েছো, যেভাবে খুশি কাজ করবে? তোমাদের দেশে কি কোন ছবি হয়? তোমাদের দর্শকরা কি দর্শক নাকি?’

সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় মাহি এসব কথা বলেন।

ভারতীয় টেকনিশিয়ানদের বাংলাদেশকে ছোট করে কথা বলায় ক্ষুব্ধ হয়ে মাহি শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসও দেন। সেখানে তিনি লেখেন, ‘পারলে আমারে মাফ করো দিও ‘মা’ (বাংলাদেশ)। আমি এমন কিছু ইন্ডিয়ানদের (সবাই না, শুধুমাত্র গুটিকয়েক) সাথে কাজ করছি যারা কথায় কথায় তোমাকে ছোট করার হিম্মত দেখায়। কিন্তু বিশ্বাস করো আমি এবং আমার মতো আরো কজন থাকতে তোমাকে ছোট করার ক্ষমতা কারো হবে না, কোনোদিন না। ‘তুমি’ (বাংলাদেশ) আর ‘মা’ থাকবে মাথার উপরে। কারণ তোমরা দুজনই আমার ‘মা’।’

এদিকে এই বিষয়ে ছবিটির পরিচালক অনন্য মামুন বললেন ভিন্ন কথা, তিনি বলেন, ‘মাহি আবেগের বশে কথা বলেছে। এ ধরনের কিছু ঘটলে তো আমিও বাংলাদেশি হিসেবে প্রতিবাদ করতাম।’

ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহম, ওম এবং ঢাকার আমান রেজা। লন্ডন পর্বের শুটিং শেষ হবে চলতি মাসেই। বাকি অংশের চিত্রায়ন হবে বাংলাদেশ ও ভারতে।

ঢাকাটাইমস/১৭জুন/এমইউ/ডব্লিউবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বেচ্ছায় সরে গেলে ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
বিজয় দিবসের রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ 
আগরতলা অভিমুখে লংমার্চ: ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ভারতের আধিপত্য প্রতিহতের ঘোষণা
ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধুত্বের আহ্বান, ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা