বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ০৮:৩২
অ- অ+

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় সুমন বিশ্বাস নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দাস রনবীর তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সুমন বিশ্বাস বোয়ালিয়া এলাকার মৃত কাঁলাচান বিশ্বাসের ছেলে। বোয়ালিয়া বাজারে তিনি ইলেক্ট্রনিক্সের ব্যবসা করতেন।

সুমনের বোন গায়েত্রী বিশ্বাস বলেন- সুমনের সব আত্মীয়-স্বজন ভারতে থাকলেও তিনি বাকেরগঞ্জে থেকে ব্যবসায় করতেন। কয়েকদিন আগে তিনি দেশে আসেন। তিনি এসে সুমন শারীরিকভাবে অসুস্থ থাকার খবর জানতে পারেন। তবে কী ধরনের অসুস্থতা তা জানেন না।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দাস রনবীর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সুমনের মৃত্যু হয়েছে। তাই কী কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহ সূরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, রাস্তার পাশে পড়ে কোনো ব্যক্তির মৃত্যুর খবর তাদের কাছে নেই। তবে খোঁজ নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ
শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা