গ্রেনফেল দুর্ঘটনার দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ
লন্ডনের গ্রেনফেল টাওয়ার দুর্ঘটনার দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা কেনসিংটন টাউন হলে হামলা চালিয়েছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকালে শত শত বিক্ষোভকারী মিছিল নিয়ে কেনসিংটন টাউন হলের ভেতরে ঢুকে হামলার চেষ্টা করে। এসময় নিরাপত্তা পুলিশ তাদের প্রতিহত করে।
হামলাকারীরা কেনসিংটন টাউন হলের প্রবেশদ্বারে ঝাঁপিয়ে পড়ে উত্তেজনা সৃষ্টি করলে আয়োজকদের একজন তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেন।
বিক্ষোভকারীরা গত বুধবার পশ্চিম লন্ডন টাওয়ার ব্লকের মারাত্মক আগুনের পর এখনো নিখোঁজদের ছবিসহ পোস্টার প্রদর্শন করে ‘গ্রেনফেলের বিচার চাই, বিচার চাই’ বলে শ্লোগান দিয়ে দুর্ঘটনার তদন্তের দাবি জানান।
গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ আগুনের ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা বলে মানতে পারছেন না লন্ডনের নাগরিকেরা। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভূমিকাও তাদের ক্ষুব্ধ করেছে বলে জানা গেছে। চতুর্থ তলায় লাগা আগুন কী করে এতো দ্রুত ছড়িয়ে পড়তে পারল, তার জবাব চাইছেন তারা।
লন্ডনবাসীর দাবি, এ বিপর্যয়ে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় অনে দ্রুত বিচার করতে হবে।
(ঢাকাটাইমস/১৭জুন/জেবি)
মন্তব্য করুন