বরিশালে জাটকা জব্দ
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১০০০ কেজি জাটকা ও ছোট পাঙ্গাশ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার ভোরে মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৩টি লঞ্চে অভিযান চালিয়ে ১৬০ কেজি জাটকা ইলিশ ও ৮৪০ কেজি ৬-৭ ইঞ্চি সাইজের নদীর পাঙ্গাশের পোনা জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের বরিশালের স্টেশন কমান্ডার লে. দেবায়ন চক্রবর্তী জানান, পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চে জাটকা ও নদীর পাঙ্গাশের পোনা রয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা কালাবদর নদীতে কর্ণফূলী-৩,কর্ণফূলী-১৪ ও কুয়াকাটা-১ লঞ্চে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে বরিশাল কীর্তনখোলা নদী তীরবর্তী রসুলপুরে কোস্টগার্ডের স্টেশনে নিয়ে আসি।
এরপর মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে দুস্থদের মাঝে জব্দ মাছগুলো বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন