আশান উজ জামানের ‘অন্য চোখে’

প্রকাশ | ১৭ জুন ২০১৭, ১৬:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শব্দঘর-অন্যপ্রকাশ-এর কথাশিল্পী-অন্বেষণের যৌথ উদ্যোগে সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ কথাশিল্পীদের পাঠানো পান্ডুলিপি থেকে নির্বাচিত প্রথমসেরা উপন্যাস আশান উজ জামানের ‘অন্য চোখে’।

শব্দঘর পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের সঙ্গে বিচারকাজ পরিচালনায় ছিলেন মোহীত উল আলম, হরিশংকর জলদাস, মোহিত কামাল, কুয়াত ইল ইসলাম ও মাজহারুল ইসলাম।

একুশের গ্রন্থমেলায় এটি বই আকারে প্রকাশ করবে দেশের শীর্ষ প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ।

আশান উজ জামানের জন্ম ১৯৮৬ সালে, যশোর জেলার শার্শায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন।

ছোটগল্প লেখেন। গীতিকবিতা লেখেন। গীতিকবিতায় পুরস্কার পেয়েছেন তিনবার।

লেখালেখির শুরু বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায়। দৈনিক পত্রিকায় প্রদায়ক ছিলেন। ফিচার লিখেছেন। বিনোদন সাংবাদিকতা করেছেন। পড়াশোনা শেষে একটি বেসরকারি ব্যাংকে যোগ দেন। সেটা ছেড়ে বর্তমানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মরত।

পছন্দের কাজ পড়া আর লেখা। আগে ফিকশন পড়তে ভালোবাসতেন। এখনও তাই। তবে প্রবন্ধ আর ইতিহাসের প্রতিও আগ্রহ কম নেই।   

(ঢাকাটাইমস/১৭জুন/জেডএ)