চট্টগ্রামে সবজির দাম কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুন ২০১৭, ১৭:০৫ | প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১৭:০৩

চট্টগ্রামে বেড়েই চলছে সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বৃষ্টির কারণে আমদানি কম থাকায় সবজির দাম বেড়ে গেছে বলে দাবি বিক্রেতাদের।

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে লাগামহীন দামের এমন চিত্র লক্ষ্য করা গেছে।

বাজারে ঘুরে দেখা গেছে, রমজানের শুরুতে ৫০ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। গত সপ্তাহে ঢেঁড়শ ৩০ টাকা বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৪০ টাকায়।

টমেটো ৬০ টাকা বিক্রি হলেও গত সপ্তাহে সেটা বিক্রি হয়েছে ৩০ টাকায়। এছাড়া ২০ টাকার চিচিঙা ৫০ টাকা, ২০ টাকার কাকরল ৪০ টাকা, ৩০ টাকার কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

শাক-সবজির সঙ্গে তাল মিলিয়ে বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ টাকা দাম বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে ১৩৫ টাকা বিক্রি হলেও শনিবার সকালে সেটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

তবে কিছুটা স্বস্তি বিরাজ করছে মাছের বাজারে। রুই ২২০ টাকায়, মৃগেল ১৪০ টাকায়, তেলাপিয়া ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে লইট্ট্রা মাছ ১০০ টাকা, সাগরের টাইগার চিংড়ি ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। গতসপ্তাহে দাম প্রায় একই ছিল।

এছাড়া মাংসের দামও গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে। হাঁড়ছাড়া গরুর মাংস পাওয়া যাচ্ছে ৬৫০ টাকায় আর হাঁড়সহ ৫৫০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৭৫০ টাকা।

বিক্রেতারা বলছেন, কয়েকদিন ধরে সারাদেশে টানা বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে সবজি সরবরাহ। যার প্রভাব পড়েছে পাইকারি কাঁচাবাজারে। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়বে।

চট্টগ্রামের বৃহত্তম রিয়াজউদ্দিন বাজারের সবজি ব্যবসায়ী আরিফুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি হয়েছে। এ কারণে সবজির সরবরাহ কমে যাচ্ছে। এছাড়া অনেক জায়গায় সবজি পঁচে যাচ্ছে। এ কারণে সবজির দাম বাড়ছে।

একই কথা বললেন ব্যবসায়ী মোহাম্মদ রুবেল। তিনি বলেন, এমনিতে রমজান মাস তার ওপর এত বৃষ্টি দাম তো বাড়বেই।

তবে এ কথা মানতে রাজি নন ক্রেতারা। তারা বলছেন, বৃষ্টির অজুহাতে সবজির দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। দিলদার নামে এক ক্রেতা বলেন, সব দোকান-গুদামে সবজিতে ভরা। বৃষ্টি হলে তারা ইচ্ছে করে দাম বাড়িয়ে দেয়। এতে কষ্টে পড়ে যায় সাধারণ ক্রেতারা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি বলেন, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে জেলা প্রশাসনের নজর আছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ খতিয়ে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

ঢাকাটাইমস/১৭জুন/আইকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা