জেরুজালেমে পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

প্রকাশ | ১৭ জুন ২০১৭, ১৮:১৬

আন্তর্জাতিক ডেস্ক

জেরুজালেমের পুরনো এলাকায় এক ইসরায়েলি নারী পুলিশ নিহত হবার পর পাল্টা গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ইসরায়েলি নারী পুলিশের নাম হাদাস মালকা বলে জানানো হয়েছে। তবে অন্য তিনজনের নাম জানা যায়নি। বিবিসি বাংলার খবরে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার নামাজের সময় ওই ঘটনা ঘটে। দুজন ফিলিস্তিনি বন্দুক ও ছুরি নিয়ে ইসরায়েলি পুলিশের ওপর হামলা চালায়, আর তৃতীয়জন নারী পুলিশকে ছুরিকাঘাত করে। পুলিশ পাল্টা গুলি করলে তিনজন আক্রমণকারীই নিহত হয়।

নিহত ফিলিস্তিনি তরুণদের বয়স ১৮ থেকে ১৯ বছর বলে পুলিশ বলছে, তারা সবাই পশ্চিম তীরের বাসিন্দা।

এ আক্রমণের ঘটনায় আরো তিন জন আহত হয়। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ বলছে, এর মধ্যে দুজন ফিলিস্তিনি, যাদের গায়ে গুলি লেগেছে।

ঘটনাটির সময় পুরনো জেরুজালেম শহরের আল-আকসা এলাকায় নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসলিমের সমাগম হয়েছিল। তা ছাড়া রমজান মাস উপলক্ষে পশ্চিম তীর ও জেরুজালেমের মধ্যে ফিলিস্তিনিদের চলাচলের ওপর নিষেধাজ্ঞাও শিথিল করা হয়।

পুলিশ বলেছে, আক্রমণকারীদের সঙ্গে কোন সন্ত্রাসী গ্রুপের সম্পর্ক আছে বলে জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৭জুন/জেডএ)