লঞ্চে শিশুকে ধর্ষণচেষ্টা, তরুণ আটক

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১৮:৩৮
অ- অ+
প্রতীকী ছবি

লঞ্চে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বরিশালে এক তরুণকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী টিপু-৭ লঞ্চে এ ঘটনা ঘটে।

আটক মো. রুবেল রাজধানী ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা।

বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, শনিবার ভোরে বরিশাল লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

তিনি বলেন, রুবেলের ভাষ্যমতে, শিশুটি রুবেলের চকবাজারের প্রতিবেশী। শিশুটিকে রুবেল তার গ্রামের বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে যাচ্ছিলেন। শুক্রবার রাতে ঢাকা-বরিশাল রুটের এমভি টিপু-৭ নামের যাত্রীবাহী লঞ্চের একটি স্টাফ কেবিন ভাড়া নেন রুবেল। রাত ১০টার দিকে কেবিনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকার শুনে লঞ্চের আনছার সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন। পাশাপাশি আটক করা হয় রুবেলকে।

পুরো ঘটনা তদন্ত চলছে বলে জানান পরিদর্শক আতাউর রহমান।

(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই: জোনায়েদ সাকি 
অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা