নড়াইলে বজ্রপাতে আ.লীগ নেতার মৃত্যু
বজ্রপাতে নড়াইলের নড়াগাতি থানার মাউলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল মুন্সীর (৪০) মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল চারটার দিকে ইসলামপুর খেয়াঘাটের কাছে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মিকু বিষয়টি নিশ্চিত করেছেন।
কাঠাদুরা গ্রামের মিকাইল হোসেনসহ এলাকাবাসী জানান, শনিবার বিকেলে কামরুল বাড়ির পাশে ইসলামপুর খেয়াঘাটের কাছে আম গাছতলায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। কামরুলের বাড়ি ইসলামপুর গ্রামে।
এদিকে, বজ্রপাতে কাঠাদুরা গ্রামের আনোয়ার হোসেনের একটি গাভী মারা গেছে। গাভীটি বাড়ির পাশে তালগাছে বাঁধা ছিল। গাভীটির মূল্য প্রায় ৭০ হাজার টাকা টাকা বলে জানা গেছে।(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন