হারের বদলা চান ইমরান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুন ২০১৭, ১০:০১ | প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১০:০০

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হাতে পাকিস্তানের হারের পরে ক্ষোভে ফেটে পড়েছিলেন সাবেক পাক ক্রিকেটার ইমরান খান। এবার ফাইনালে ভারতকে হারিয়ে তার বদলা নেবে পাকিস্তান, অভিমত এই কিংবদন্তির। ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে হেরেছিলাম, সেই অসম্মানের বদলা নেওয়ার এটাই সেরা সুযোগ। ওই হারটা খুবই অপমানজনক ছিল।’

‘টস জিতলে ভারতকে আগে ব্যাট করানো যবে না। ভারতের ব্যাটিং শক্তিশালী। ওরা যদি আগে ব্যাট করার সুযোগ পেয়ে বিশাল রান তুলে ফেলে, সেটা চাপে ফেলবে পাকিস্তানকে। বোলাররাও চাপে পড়বে। আর রান রেট বজায় রাখার চাপও থাকবে মাথায়।’ মন্তব্য ইমরানের।

পাক বোলিংয়ের প্রশংসা করে ইমরান বলেন। ‘আমাদের স্পিনাররা মাঝের ওভারগুলোতে ভালো করেছে। হাসান আলী তো দুর্দান্ত বোলিং করছে। সরফরাজের মত একজন ঝকঝকে অধিনায়ককে দেখে আমি অভিভূত।’

এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১২৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় আমির-শোয়েবরা। এমন হারে ব্যথিত হন ইমরান খান।

ম্যাচের পর এক টুইট বার্তায় ইমরান লিখেছিলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমার ভালো করেই জানা আছে জানি হার-জিত খেলারই অংশ। কিন্তু ভারতের বিপক্ষে নূন্যতম লড়াই ছাড়া পাকিস্তানের অসহায়ের মতো আত্মসমর্পণ খুবই বেদনাদায়ক।’

যত দিন পর্যন্ত পাকিস্তান ক্রিকেটকে পুরোপুরি ঢেলে সাজানো না হবে, তত দিন ভারতের বিপক্ষে হারের জ্বালা বাড়তেই থাকবে। আমরাও আজকের মতো এমন হার দেখতে থাকব।’ অপর এক টুইটে এমন মন্তব্য করেন ইমরান।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩.৩০টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-ওয়ান।

(ঢাকাটাইমস/১৬জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :