‘হার-জিত আমরাই ঠিক করব, এতে তোমাদের কী’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুন ২০১৭, ১১:৩৬ | প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১০:১৬
ফাইল ছবি

পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার জহির আব্বাস। বিদেশি সাংবাদিকরা যখন ফাইনালে কে জিতবে জানতে চেয়েছিলেন, তখন জহির জবাব দিয়েছিলেন, ‘ভাই, এতে তোমাদের কী, আমরা খেলছি প্রতিবেশী দুটি দেশ। নিজেরাই ঠিক করে নেব কারা জিতবে, কারা হারবে। এটা আমাদের যুদ্ধ। আমরা বুঝে নেব। তোমাদের এত আগ্রহ কেন?’

এদিকে ভারতীয় সাবেক দলনেতা সৌরভ গাঙ্গুলি বলে দিয়েছেন, ‘আমি ফেভারিট বাছতে পছন্দ করি না। তবে ইদানীং ভারতের বিপক্ষে পাকিস্তান নিজেদের ঠিকমতো প্রস্তুত করে মাঠে নামে না। তাই যতই লম্ফঝম্ফ করুক, কোহলির হাতেই শোভা পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। জিতবে ভারতই।’

হারের বদলা চান সাবেক পাক ক্রিকেটার ইমরান খান। ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে হেরেছিলাম, সেই অসম্মানের বদলা নেওয়ার এটাই সেরা সুযোগ। ওই হারটা খুবই অপমানজনক ছিল।’

পাক ক্রিকেটারদের ভয়-ডরহীন ক্রিকেট খেলতে বলছেন শহীদ আফ্রিদি। ‘চাপ নেওয়া মোটেও ঠিক হবে না। আমার উপদেশ, পাকিস্তান যেন ভয়–ডরহীন ক্রিকেট খেলে। আমাদেরকে সামনে থেকেই মোকাবেলা করতে হবে। ভারত শক্ত দল। তবে আমার আশাবাদ পাকিস্তান মনোবল ঠিক রেখে খেললে ভালো কিছু করবে।’

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩.৩০টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-ওয়ান।

(ঢাকাটাইমস/১৬জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :