‘ভাবিনি পাকিস্তান ফাইনাল খেলবে’
‘নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর ভাবিনি পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর সেটা সম্ভব হয়েছে সরফরাজ আমাদের দুর্দান্ত অধিনায়কত্বে। অন্য ম্যাচগুলোতে অনেক বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তিনি।’ মন্তব্য ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক ও প্রথিতযশা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
পাক বোলিংয়ে নজর সুনীলেরও। ‘মাঝখানের ওভারগুলোতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যেভাবে বেঁধে রাখছে পাক স্পিনাররা, এককথায় দুর্দান্ত। ফাইনালে দলে ফেরার খুব বেশি সম্ভাবনা মোহাম্মদ আমিরের। আমির নতুন বল হাতে ভালো বোলিং করে। সবমিলিয়ে জুনায়েদ খান এবং হাসান আলীর সঙ্গে আমির যোগ হলে বোলিং আক্রমণও বেশ শক্ত হবে পাকিস্তানের।’
‘ভারত ফেভারিট হিসেবেই আসর শুরু করেছিল। কিন্তু বড় ম্যাচে অনেক সময়ই কোনো কোনো ক্রিকেটার নিজেদের ছাপিয়ে যায়। আবার অনেকে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়। ওভালে আমরা দেখব দুই দলের মধ্যে কারা ম্যাচই নয়, ট্রফিটা নিজেদের নিয়ন্ত্রণে নেবে।’ অভিমত সুনীলের।
(ঢাকাটাইমস/১৬জুন/জেইউএম)
মন্তব্য করুন