শাহজালালে সাড়ে পাঁচ কেজি স্বর্ণসহ আটক এক

প্রকাশ | ১৮ জুন ২০১৭, ১০:৪১ | আপডেট: ১৮ জুন ২০১৭, ১১:৫৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে পাঁচ কেজি স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল। গতকাল শনিবার দিবাগত রাতে এই স্বর্ণ উদ্ধার করা হয়। 

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানান, আবদুর রাজ্জাক খান নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার রাত দেড়টায় মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজ্জাকের ব্যাগ তল্লাশি করে তারা পাঁচ কেজি চারশ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন। 

উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের পাঁচটি এবং একশ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার বলে জানান আহসান কবির। আটক সোনার দাম আনুমানিক দুই কোটি ৭০ লাখ টাকা বলেনও জানান তিনি। 

ঢাকাটাইমস/১৮জুন/এএ/ডব্লিউবি