শপিংমলে শৌচাগারে বিস্ফোরণ, তিন নারীর মৃত্যু
কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি শপিংমলে নারীদের শৌচাগারে বোমা বিস্ফোরণে তিন নারীর মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শহরের দক্ষিণাংশের আন্দিনো মলে নারীদের টয়লেটে বিস্ফোরিত বোমাটিতে আরো ১১ জন আহত হয়েছে। ‘বাবা দিবস’ এর আগের দিন হওয়ায় শপিংমলটিতে জনসমাগম বেশি ছিল। এর মধ্যেই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
বোগোটার মেয়র এনরিক পেনালোসা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী একজন ফরাসী নাগরিক আছেন। তিনি শহরের একটি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপর দুই জনের বয়স ২৭ ও ৩১ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু তাদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ অভিহিত করে একে ‘অত্যন্ত কাপুরুষোচিত কাজ’ বলে নিন্দা জানিয়েছেন মেয়র পেনালোসা।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। কারা হামলাটি চালিয়ে থাকতে পারে সে বিষয়েও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৮জুন/জেএস)
মন্তব্য করুন